Tuesday, October 6, 2020

Don’t bad boy.?

আমি ততোটা ভালো না যতটা আমি দেখাই..🙂
- কিন্তু আমি এতোটাও খারাপ নই যতটা মানুষ ভাবে ?

              
........... Regbi___Ahmed♪♪♪

Friday, May 22, 2020

‎💟ভালোবাসার রোমান্টিক গল্প💟




আমি কখনো কোনদিন জানতে চাইবো না🙂🙂🙂🙂🙂🙂,
তোমার অতীতে কে ছিল ?😚😙😚😚😚
ওসবে আমার মাথা ব্যথা নেই।😎😎😎😍😍
তোমার শরীরে কারো গন্ধ লেগে আছে
কিনা,
সেটা শুঁকে দেখারও আগ্রহ নেই..🙂🙂🙂😚😚😙😙
.
আমি শুধু বলবো–আমার বুকে তুমি শুয়ে
থাকো, আর কখনো কাঁদতে ইচ্ছে হলে
আমার শার্ট ভিজিয়েই কাঁদো...।🤗🤗🤗🤗🤗
শুনো–আমাকে ভালো টালো না বাসলেও
চলবে, শুধু তুমি ভালো থেকো।😊😊😊😊😊
তোমার অভিমানের পালা শেষ হয়ে গেলে,
কখনো খুব ঘুম পেলে আমার পাশেই ঘুমিয়ে
যেও,,,🥳🥳🥳
বেশী কিছু চাই না, মাঝরাতে চোখটা খুলেই যাতে
তোমার মায়াবী মুখটা দেখতে পাই..!😘😘😘
বেশী কিছু না, এভাবেই শুধু পাশের
বালিশে একটু জায়গা দিও...
একজন তুমির অপেক্ষায় আছি.....!
[বি:দ্র: যানি সবাই বলবেন যে এগুলা গল্পে মানায় বাস্তবে না কিন্তু আমি বাস্তবেই সবকিছু মেনে নিবো!😍😍😍

I don't know.


                      .......Regbi Ahmed.......

I don't know.
আমি জানিনা।
I don't know how to play.
আমি জানিনা কি ভাবে খেলতে হয়.
I don't know how to read.
আমি জানিনা কি ভাবে পড়তে হয়.
I don't know how to learn.
আমি জানিনা কি ভাবে শিখতে হয়.
I don't know how to dream. 
আমি জানিনা কি ভাবে সপ্ন দেখতে হয়.
its yr trun..



Friday, November 29, 2019

Silent mode .....💔💔


  1. - নিরবতা অনেক কথা বলে 🙂
    - যা বোঝার ক্ষমতা সবার হয় না 😳🙄💔
    Regbi Ahmed 

Monday, September 30, 2019




http://www.fiverr.com/s2/37445ff0f6






Monday, September 23, 2019

মনের কথা



              Regbi Ahmed




মনের কথা ১

তুমি নেই, জানি তুমি ফিরে আসবেনা কখনো,
হইতো অনেক কষ্টের মাঝে পাবোনা তোমার
সান্তনা, তোমার হাসিতে লুকানো থাকবেনা_
খুব গোপনে লালন করা আমার কষ্ট গুলো,
তবু আমি জানি,আমি তোমাকে ভালোবেসে
যাব ,কারন তুমি না থাকলেও তোমার ভালবাসা
আমার সাথে থাকবে প্রতিটি মুহূর্ত, প্রতিতি সময় !!






মনের কথা ২

জীবনে কাউকে পাওয়াটা
বড় কথা না। আপনি যাকে
পেয়েছেন তাকে জীবনের শেষ
পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা...

মনের কথা ৩

সারাটা দিন যেভাবে সেভাবে কেটে যায় ...
শত কষ্টের পরও তোমাকে ভুলিয়ে রাখি
নিজের মাঝে! কিন্তু জানো ??... যখনি
দিন শেষে বালিশে মাথাটা লাগিয়ে চোখ
দুটো বন্ধ করি ,আমি জানিনা ঠিক তখনই
কোত্থেকে সেই কয়েক মুহুর্তে যেনো তুমি
কিভাবে চলে আসো ! আমি আসলেই বুঝিনা
আর এক মুহুর্ত ও পারিনা তোমাকে ছাড়া
থাকতে এক নিমিষেই মনে হয় ছুটে যাই
তোমার কাছে ...


মনের কথা ৪

চোঁখের যত জল,মনের ব্যাথা ভয়
তুমি দাও আজ করে উজার আমি
নেবো আপন করে''' যেন সেই সবই
ছিল আমার যত দিন আছি আমি
খুজবো তোমায়''' দেখবো এর শেষ
কোথায় যত আমি পাশাপাশি
সীমানা দুরে দেখা যায়'''


মনের কথা ৫

হয়তো আমি ভেবে ছিলাম তুমি আমার হবে, তাই
তোমাকে ভালোবেসে ছিলাম । সেটাই আমার জীবনে সবচেয়ে বড়
ভুল ছিলো । কিন্তু , তোমাকে ভালো না বাসলে, আমি ভালোবাসার
কষ্ট টাই অনুভব করতে পারতাম না । তবুও তোমার জীবনকে অভিশাপ্ত
করবো না, কারন, আমি আজ ও তোমায় ভালোবাসি, আমার সব টুকু সুখ
কেঁড়ে নিয়েছো, কিন্তু , আমার মনে লুকানো ভালোবাসা গুলো তুমি নিতে পারো নি ।
এটাই যে আমার বেঁচে থাকার সম্ভল ।

মনের কথা ৬

আমি হয়তো দেখতে কালো,
তবুও তোমায় বেসেছি ভালো ।
তুমি হয়তো অনেক ধনী,
যা আমি হতে পারবোনা কোনো দিনৈ ।
তবুও যদি আমায় বাসো ভালো ,
আধারে থেকেও তোমায়
দিবো সুখের আলো

মনের কথা ৭

সময় তো চলে যায় ,
কতো হাসি বেদনায় ...
জীবন চলে যায় ,
দুঃখ জ্বালা যন্ত্রনায় ...
স্বপ্ন আসে চুপি চুপি ,
কল্পনায় ভেসে যায় ...
বসে থাকি নিরবে ,
শুধু তোমার'ই অপেক্ষায় !

মনের কথা ৮

যখন কেউ কাঁদে,
সেটা হলোঃ আবেগ ।
যখন কেউ কাঁদায়,
সেটা হলোঃ প্রতারণা ।
আর যখন কেউ অন্য কে কাঁদিয়ে নিজেও
কেঁদে ফেলে,
সেটা হলোঃ ভালোবাসা ।

মনের কথা ৯

তুমি নেই বলে,
রাত আসে চাঁদ হাসে না।
তুমি নেই বলে,
ফুল ফোটে ভ্রোমর আসেনা।
তুমি নেই বলে,
ভোর হয় পাখি ডাকে না।
তুমি নেই বলে,
একা একা কিছু ভালো লাগে না |
মনের কথা ১০

মিথ্যা ভালোবাসা
মাটির পুতুলের মত,
অল্প আঘাতে ভেঙে যায় ।
কিন্তু খাঁটি ভালোবাসা
হল পানির মত, যা
শত শত আঘাতের
পরও আবার মিলে যায়।
মনের কথা ১১

আমি তোমাকে সারা
জীবন একা একাই
ভালবেসে যাব,,
আমি কখনো তোমার
কাছ থেকে ভালবাসা,,
চাইব না..কারণ আমার
ভয় হয় যদি তুমি
আমায় স্বার্থপর ভাবো

মনের কথা ১২

হয়তো সেই ভাবে ভালোবাসা প্রকাশ
করতে পারবো না,
তবে এতো টুকু বলতে পারিঃ
আমার মতো করে কেউ
তোমাকে এতো বেশি ভালোবাসতে পারবে না,
এতো বেশি মিস করবে না ।

মনের কথা ১৩

একটি সম্পর্কের মাঝে থাকে
মিষ্টি যুদ্ধ, থাকে বিশ্বাস, থাকে স্বপ্ন, থাকে কান্না, থাকে অভিমান,
থাকে মিষ্টি হাসি, থাকে যত্ন, থাকে খুনসুঁটি, থাকে ছোটোখাটো ঝগড়া,
থাকে ধৈর্য্য, থাকে যোগাযোগ, থাকে না বলেও বঝে নেয়া অনেক
অনুভূতি, থাকে ঈর্ষা, আর সবচাইতে প্রয়োজন যা থাকে তা-সেটা হলো ভালোবাসা।

মনের কথা ১৪

জীবনে যদি কাওকে সত্যিইমন থেকে ভালবাসো,
তাহলে তাকেহারিয়ে যেতে দিওনা।কারণ
চোখের জল হয়তো মুছতে পারবে,কিন্তু হৃদয়ের
কান্নারজল কোনোভাবেই মুছতে পারবেনা।

মনের কথা ১৫

মাঝে মাঝে মনের মানুষটাকে খুব বেশি আপন করে
কাছে পেতে ইচ্ছে করে । ইচ্ছে করে মন খুলে বলি তাকে
মনের গহিনে লুকিয়ে রাখা প্রতিটা অনুভূতি, ভালবাসার
মিষ্টি মধুর প্রলাপ যে কথাগুলো তাকে বলার জন্য সাজিয়ে
রেখেছি বুকের ভেতর অনেক যত্ন করে । যে অনুভূতি গুলো
আমার স্বপ্ন দিয়ে রচনা করেছি শুধুই তার জন্য |

মনের কথা ১৬

জানি কেউ আমাকে আমার মতো করে ভাবে না ,,
তাই নিজেকে আড়াল করে রাখি ..কেননা আমি
কারো কষ্টের কারণ হয়ে চাই না ..কষ্ট পেতে ভালবাসি
কষ্ট দিতে নয়

মনের কথা ১৭

যাকে তুমি পাবে না, তাকে নিয়ে ভেব না,
সে শুধু দিয়ে যাবে,দুঃখ,কষ্ট আর বেদনা |
কারন, ভালবাসা বড়ইস্বার্থপর আর ভাল না বাসাই উত্তম
কেননা ভালবাসার পূর্ন্য সংজ্ঞা কেউ জানে না......


মনের কথা ১৮
জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলেনা।
কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায়না।
আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউ কে বলা যায় না.

মনের কথা ১৯

ভালবাসা শুরু হয় কিন্তূ শেষ হয় না,
হয়ত এক সময় ভালবাসার মানুষ
টা হারিয়ে যায়... কিন্তূ তার ভালবাসা কখনো হারায় না...
মনের ঘরে রয়ে যায় আজীবন....

মনের কথা ২০

হতাম যদি ভালবাসার কারিগর,
রাখতাম না এই পৃথিবীতে কোন স্বার্থপর ...
ভালবাসতাম শুধু ভালবাসাকে, ধ্বংস করতাম
ভালবাসা নামে ছলনাকারী সেই সব💚💚💚💚💛💛💛💛💛💖💖💖💖💖💬💖💖💖💖

Saturday, September 21, 2019

নিশ্চুপ_ছেলে পার্ট_১

বিজ্ঞাপন
নিশ্চুপ_ছেলে
পার্ট_১
Written by Avantika Anha
প্রতিদিনের মতো ছেলেটি ফেসবুক এ ঘুরাঘুরি করছিল । ছেলেটির নাম হলো নীল মাহমুদ আপন‌। ভার্চুয়াল জীবন টাকে একটু বেশিই আপন করে ফেলেছে সে । কেনই বা করবে না । যার আশেপাশের মানুষগুলো কখনো তার খোঁজ নেয় না । সে ছিল চুপচাপ ছোট বেলায় মা মারা যায় তার । তারপর থেকেই একা হয়ে যায় সে । তার বাবা থাকতো ঠিক ই কিন্তু নিজের অফিস নিয়েই ব্যাস্ত । ছেলেটির মনে মাঝে মাঝে একটা প্রশ্ন জাগে । আচ্ছা সে কি এই পরের জীবনে আখিরাতে নিজের সাথী পাবে । ছেলেটাকে তার বাবা আরও বেশি দূর করে কারণ ছেলেটাকে বাঁচাতে গিয়েই তার স্ত্রী এর মৃত্যু হয় ।
.
তারপর থেকে কষ্টের শুরু । ছেলেটা চুপচাপ হয়ে পড়ে যায় ।
.
জীবনে চলার পথে ভার্চুয়াল টাকেই সে আপন করে নেয় । মাঝে মাঝে মন ভুলাতে গান করে । গানের গলা বেশ ভালোই কিন্তু তার গান স্থান পায় শুধুই ভার্চুয়াল লাইভে ।
.
হঠাৎ একটা মেয়ের আইডি রিকোয়েস্ট পায় সে । যদিও ভুলে রিকোয়েস্ট টা গেছিল । মেয়েটার আইডি টার প্রতি কেন যেন এক আকর্ষণ পড়ে যায় ।এক্সেপ্ট করে নেয় ।
.
প্রথম মেসেজ ছেলেটার
ছেলেটি : আমি কি আপনাকে চিনি
মেয়েটি : এমা সরি ভুলে মনে হয় রিকোয়েস্ট গেছে
ছেলেটি : ও ব্যাপার না বাই
মেয়েটি : আপনি বিজি নাকি হিহি নাকি ভাপি ডাকে
ছেলেটি : বিজি না আর ভাপি কি জিনিস
মেয়েটি : হিহি আই মিন আপনার গফ
ছেলেটি : নাই
মেয়েটি : ওওওও চকলেট খাইবেন
ছেলেটি : নাহ
মেয়েটি : এমা কিনু
ছেলেটি : মিষ্টি খাই না৤
মেয়েটি : কেন আন্টি কি মিষ্টি খেতে দেয় না
ছেলেটি : নেই আম্মু
মেয়েটি : কই গেছে
ছেলেটি : বেঁচে নেই ( কথাটি বলতেই ছেলেটির কান্না চলে আসে )
মেয়েটি : সরি এভাবে বলতে চাই নি আমি একটু বেশি মজা করি তাই আর কি
ছেলেটি : আচ্ছা
মেয়েটি : আমি আনহা আপনি
ছেলেটি : আপন
মেয়েটি : এমা কে আপনার আপন
ছেলেটি : আমি আপন
আনহা : এমা আপনি কার আপন
আপন : আরে আমার নাম আপন ( রাগ ইমোজি )
আনহা : হিহি
আপন : (রাগ ইমোজি )
আনহা : হিহি রাগেন কেন
আপন : দুরররররররর
আনহা : কোনদিক দুর হবো
আপন : ওই আপনি ভাগবেন
আনহা : না
আপন : হায় আল্লাহ এ কি মেয়ে
.
এই মেসেজ দিয়ে ছেলেটি অফলাইন হয়ে গেল ।
.
পরেরদিন
আনহা : গিট্টু
আপন : গিট্টু কি
আনহা : গিট্টু হলো গিট্টির ভাই
আপন : গিট্টি কি
আনহা : গিট্টুর বোন গিট্টি
আপন : গিট্টু আর গিট্টি কি
আনহা : ভাই বোন৤
আপন : ওই আপনি আমার মাথা খান কেন
আনহা : কইইইইইই আমি তো কিটক্যাট খাচ্ছি
আপন : হায়রে
.
পরবর্তী চ্যাট এ
আনহা : ইয়ো ইয়ো আপনি কই থাকেন
আপন : ঢাকা আপনি
আনহা : দিনাজপুর
আপন : ওহ
আনহা : কিটক্যাট খাইবেন মিস্টার
আপন : না
আনহা : বুইরা
আপন : পিচ্চি
আনহা : আপনি বিল্লি
আপন : আপনি গরু
আনহা : টিকটিকি
আপন : ছাগল
.
এভাবেই ধীরে ধীরে আনহার পিচ্চি বিহেভ গুলোর অভ্যাস হতে থাকে ছেলেটির ।
.
এভাবেই কথা হতে থাকে । সময় পেরুতে থাকে ।
.
মজার ব্যাপার ছেলেটি এখনো মেয়েটিকে দেখে নি
.
আসলে আমি ছিলাম ছেলেটার কাজিন । ছেলেটির এই একা থাকা দুর করতেই সে ছেলেটির সাথে যোগাযোগ করেছিল । ছেলেটি জানতো তার কাজিন দের নাম ।‌কিন্তু কখনো দেখে নি ওতো কারো সাথে । আমাকেও অনেক আগে দেখছিল ।
.
মেয়েটি ছেলেটিকে ভালোবেসে ফেলে । হয়তো ছেলেটিও কিন্তু ছেলেটি তো তার মনের কথাও বুঝে না ।
.
আমি ঘুরতে যাই ওর বাড়িতে । যদিও কারণ শুধুই ওকে ভার্চুয়াল থেকে টেনে আনা । তাই ভার্চুয়াল আর রিয়েল সব দিকেই আমি থাকবো ওর । হিহি দেখি ফাজিল আনহা পারে কি না ভালো করতে ।
.
ইয়ো ইয়ো আইসা পড়ছি । জানি না ওই পোলা কোনহানে ।
আমি : কেমন আছেন ফুপা
ফুপা : এইতো ভালো মা তুমি
আমি : ভালো‌ নীল কই ( আপনের ই নাম নীল )
ফুপা : জানি না
.
( গম্ভীর ভাবে চলে গেলেন । এই গম্ভীরতার মানে যদিও আমি জানি । কিন্তু এসব আমি ভালো করবোই )
.
গম্ভীর টা এখনো ঘুমাচ্ছে
.
.
আমি : নীল ওই
নীল : কি হইছে৤ আর আপনি কে
আমি : আমি তোর বউ
নীল : আজে বাজে কথা বলবেন না বের হয়ে যান আমার রুম থেকে
আমি : ওই আমি আনহা
নীল : ওহ
আমি : এখনো গম্ভীর আছিস হিহি
নীল : যাবা তুমি ( ও তুমি ই বলে )
আমি : না
নীল : যাও বলছি
আমি : না না না
উঠ তুইইইই
নীল রেগে আমার হাত জোরে ধরে দেয়ালের সাথে লাগিয়ে নিল
আমি : এমা কি করবো আসছি একে মানুষ করতে আমি ই না ভুত হয়ে যাই
নীল : আমি একা থাকতে চাই
আমি : ওরে বাবারে এতো রাগ
.
কাতুকুতু দিয়ে ভাগছি
.
নীল : একটু হেসেই ফেলল আবার আনহার পালানো দেখে
কিন্তু আবার গম্ভীর হয়ে বলে না আমি একাই থাকবো ।
.
…………….খাবার টেবিলে……………..
আমি , ফুপা আর নীল । ফুপা আর নীল কেউ কারো সাথে কথা বলে না । নীল অনেক ভালোবাসে ফুপা কে কিন্তু ফুপা বুঝে না ।
আমাকেই কিছু করতে হবে ।
আমি : ফুপা দিনদিন তো ভালোই দেখতে হচ্ছ কয়টা মেয়ে ফিদা হচ্ছে
ফুপা : এরকম আর হয় মা
আমি : নীল আর তোমাকে দেখলে তো এখন ছেলে বাপ না ভাই মনে হবে
ফুপা : নিশ্চুপ
আমি : নীল এতো কম খাস কেন
নীল : এমনি
আমি : তোর তো শক্তি ই হবে না
নীল : ভালো
.
………আবার সব নিশ্চুপ
টেবিলের নিচে নীল কে গুতাচ্ছি কথা কয় না এই জন্য ।
.
এমা এমা রাগে উঠে পালাইলো ।
.
আমি ই ঠিক করবো আগে ফুপা কে বলি কিছু কথা ।
আমি : ফুপা একটা কথা বলবো ছোট হয়ে‌
ফুপা : বলো মা
আমি : জীবন আছে তো মৃত্যু ফুপির মৃত্যু এ নীলের কি দোষ ও তো ছোট ছিল তখন । খেলতে গিয়ে এরকম । তাই কি ওর দোষ । আপনি একবারো ওর কষ্ট দেখছেন । আপনার তো সব আছে । ও সবসময় একা এতোটাই চুপচাপ সে । ও একা শুধু আপনার ভালোবাসা চায় ওর চাহনি বুঝেন না আর কিছু না তো ওকে বুঝুন একটু ওর নিরব কান্না থামান ওর ভালোবাসা বুঝুন ।
.
বলে খাবার নিয়ে চলে এলাম নীলের জন্য ।
.
নীল চুপচাপ বসে ছিল ।
.
আমি : না খেয়ে আসলি কেন আমি তো মজা‌ করছিলাম
নীল : নিশ্চুপ
আমি : ওই হারামি কথা বল আর এটা খা
.
নীল রেগে প্লেট ফেলে দিল ।
আমি : ফেলাস কেন হা
নীল আবার রেগে আমাকে দেয়ালের সাথে আটকে নিল
আমি : এবার কি হবে
নীল : এমন কেন করছো কি করছি আমি তোমার । একা থাকতে দাও না কেন আমাকে ।
আমি : চিরকাল একা ছিলি এবার আর না তোকে আমি ভালো করবোই এই নিশ্চুপ‌ থাকা ছাড়াবোই ।
নীল : পারবা না কখনো
.
(আরও শক্ত করে হাত ধরে এবার খুব লেগেছিল তাই চোখে পানি চলে এল । তা দেখে নীল আমাকে ছেড়ে দিল )
ও বাইরে কই যেন চলে গেল
.
আমি : আমি ওকে ভালো করবোই
.
পরের দিন
নীল : আনহা
আনহা : এমা আমাকে ডাকে কেন নিশ্চই বুঝছে যে আমি লুকায় রাখছি
নীল : আনহা…..
আমি : হঁ্যা কিচ্ছে
নীল : প্রব্লেম কি তোমার
আমি : আমার প্রব্লেম তোর এই নিশ্চুপ ভাব
নীল : আমি এমনি থাকবো (একটু চিৎকার দিয়ে)
আমি : ভয় পেয়ে গেলাম
.
সরি
নীল : ফোন দেও
আমি : না দিবো না এতো ফোন টিপা ভালো না
নীল : আমার লাইফ এটা
আমি : হিহি এহন আমি চালাবো
নীল : দূরররর
( চলে গেল জানে যে আমার সাথে পারবে না )
হিহি
.
তারপর এফ বি তে ধুকলাম ,
আমি : কি করেন
নীল : কিছু না
আমি : মন খারাপ নাকি
নীল : হুম এক কাজিন আসছে খালি জ্বালায়
আমি : হিহি মেয়ে নাকি
নীল : জ্বী
আমি : এমা তাইলে প্রেম করুন সেই ভাবি হইবো
নীল : আরে না
আমি : কেন কিউট না নাকি
নীল : না ও অনেক সুন্দর
আমি : মানমে লাড্ডু ফুটা নাকি
নীল : না আচ্ছা পরে কথা বলবো
.
( নীল লজ্জা পেল । কারণ ও কখনো আনহার ব্যাপারে ভাবে নি )
বিজ্ঞাপন
.
দুপুরে দেখলাম রুম এ গেলাম ওর ।
ঘুমোচ্ছিল
আমি মনে মনে : জানি তোমার কষ্ট । জানি আমি তোমাকে ভালোবাসি । তাই আমি ই সব ঠিক করবো । ঘুমালে কত কিউট লাগে গো তোমাকে ।‌ ( এমা ওয় ছেলে আমি মেয়ে । কি উল্টা তারিফ হিহি )
.
চলে আসলাম ।
বিকালে ,
ফুপা বসে ছিল এমন সময় নীল আসলো ।
চলবে………
(প্রথম একটু আলাদা গল্প চেষ্টা করতেছি । এই গল্পের পার্ট আমার টাইমলাইনে পাবেন)